Reviews

Voices from students and alumni

Subject Review: Software Engineering (SWE), 2023

Subject Review: Software Engineering (SWE), 2023

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটু প্র্যাক্টিক্যাল ওরিয়েন্টেড, যেটি সাস্টে ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোনলিজি (IICT) এর অধীনে চালুকৃত একমাত্র আন্ডারগ্রেড প্রোগ্রাম। তোমরা (২০২৪-২০২৫ ব্যাচ) এই প্রোগ্রামে ৯ম ব্যাচ হিসাবে পদার্পন করবে। ফ্যাসিলিটিসের কথা যদি বলি– প্রত্যেক ব্যাচের জন্য রয়েছে পর্যাপ্ত ল্যাব ও ক্লাসরুম। ফ্যাকাল্টি মেম্বাররা যথেষ্ট বন্ধুসুলভ এবং খুবই ডেডিকেটেডলি নিজেদের পাঠদান করে থাকেন। পড়াশুনার পাশাপাশি যেকোনো প্রয়োজনে তারা যথেষ্ঠ হেল্পফুল। কম্পেটিটিভ প্রোগ্রামিং ও থিসিসের প্রয়োজনে অতিরিক্ত আরো দুটি ল্যাব রয়েছে যেখানে তোমরা ২৪/৭ এক্সেস পাবে। আমাদের IICT তে রয়েছে আলাদা একটি লাইব্রেরী যেখানে আমাদের প্রয়োজনীয় সব বই পাওয়া যায়। এখানে পড়ার বেশ সুন্দর পরিবেশ রয়েছে। আমাদের রয়েছে সুন্দর একটি SWE Society. প্রতি বছরই আমরা আমাদের সোসাইটি থেকে ট্যুর, ইভেন্ট হোস্টিং/লঞ্চিং ও স্পোর্টসউইক সহ বিভিন্ন কো-কারিকুলার এবং এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিসের আয়োজন করে থাকি। 2023 সালে আয়োজন করা হয়েছিল SUST SWE Technovent - 2023 যেখানে সিনিয়র, জুনিয়র ও ফ্যাকাল্টি মেম্বাররাসহ সবাই মিলে সুন্দরভাবে ফেস্টটিকে আয়োজন করি। সম্প্রতি সোসাইটি থেকে ১ম, ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য কম্পেটিটিভ প্রোগ্রামিং, ও প্রব্লেম সলভিং বুটক্যাম্প এবং ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী হ্যাকাথন বুটক্যাম্প, মাসব্যাপী প্র্যাক্টিস ফেইজ আয়োজন করা হয়। এছাড়া খুব শীঘ্রই Crackathon (Intra-SWE Hackathon 2025) এবং Technovent - 2025 আয়োজন করা হবে। প্রোগ্রামিং, পড়াশুনা কিংবা যেকোনো প্রয়োজনে সিনিয়ররা বেশ সাপোর্টিভ। প্রয়োজনে সিনিয়ররা প্রব্লেম সলভিং, কম্পেটিটিভ প্রোগ্রামিং, হ্যাকাথন কিংবা যেকোনো হ্যান্ডস অন টেক নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ নিয়ে থাকেন। তোমরা জানো যে, SUST থেকে প্রায় প্রতি বছরই ICPC-World Final এ অংশগ্রহণ করে থাকে এবং বিভিন্ন IUPC (Inter-University Programming Contest) তেও রয়েছে ভালরকম অংশগ্রহণ ও সুনাম অর্জন। এছাড়া, বর্তমানে SUST এ চালু আছে SUST CP TRAINING CAMP যেটির মূখ্য উদ্দেশ্য হচ্ছে, প্রোগ্রামিং এ আগ্রহী যেকোনো সাস্টিয়ানকে ট্রেইন করার মাধ্যমে একজন দক্ষ কম্পেটিটিভ প্রোগ্রামার তৈরি করা। এতে করে প্রোগ্রামিং এর হাতেখড়ি, সাথে সিপির জগতে যাত্রা বেশ সুন্দর, গোছানো হবে আশ্বাস দিতে পারি। তাই বলে কি শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং? - একদমই না। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, নেটওয়ার্ক, সিকিউরিটি, মেশিন লার্নিং, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ক্লাউড কম্পিউটিং, DevOps, গেইমসহ ভবিষ্যতে অনেক ফিল্ডে তোমাদের এক্সপ্লোর করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। প্রোগ্রামিং কন্টেস্ট এর পাশাপাশি সারাবছর অনুষ্ঠিত বিভিন্ন হ্যাকাথন, প্রজেক্ট শোকেসিং, আইডিয়া কনটেস্ট, অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলা সবকিছুতে সবাই আগ্রহের সাথে পার্টিসিপ্যাট করে এবং সুনাম বয়ে আনে। সম্প্রতি ডিপার্টমেন্টে Development Community শুরু করার পরিকল্পনাও চলছে।৮টি সেমিস্টারে গ্রুপ ওয়াইস, কিংবা সলো সর্বসাকুল্যে ১০+ প্রজেক্টস এবং অসংখ্য অ্যাসাইমেন্টস করার সুযোগ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল -- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বেইসড গেইম, অব্জেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেইসড গেইম, এন্ড্রয়েড অ্যাপ, ফ্রন্টেড প্রজেক্ট, ব্যাকেন্ড প্রজেক্ট, ফুল স্ট্যাক প্রজেক্ট, ডাটাবেইজ প্রজেক্ট ইত্যাদি। SWE তে নিম্নোক্ত Course গুলা একটু ভিন্ন আঙ্গিকের – Introduction to Software Engineering | Software Requirement and Specifications | Software Verification and Validation | Software Usability and Matrices | Design Pattern and Software Architecture | Competitive Programming | Software Project Management etc. নিম্নোক্ত কোর্সগুলা বেশ ইন্টারেস্টিং– Object Oriented Programming | Database | Web Development | Data Structures and Algorithms | Distributed System | Computer Networking | Computer Architecture | Discrete Mathematics | Numerical Analysis | Operating System | Artificial Intelligence | Machine Learning and Neural Network | Computer Graphics and Image Processing | Information and Network Security | Human Computer Interaction etc. এছাড়া নন মেজর হিসেবে Mathematics (Calculus | Linear Algebra | Geometry), Business, Economics, EEE, Physics, Statistics, English, Entrepreneurship Development ও Sociology এর কোর্স রয়েছে। আগামী ৪ বছরের পুরো কোর্স প্ল্যান ভিজিট করতে পারো এই লিংকেঃ তোমাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখি, সর্বমোট ৮টি সেমিস্টারের ৭ম সেমিস্টারে তোমরা তোমাদের থিসিস/প্রজেক্ট ওয়ার্ক করার সুযোগ পাবে। আর, ৮ম সেমিস্টার পুরা টাইম ফ্রেম জুড়ে রয়েছে ১৮ ক্রেডিটের পেইড ইন্টার্নশিপ। এটা খুবই ভাল একটি বিষয় যে, আমরা ৪ বছরের আন্ডারগ্রেড লাইফে একাডেমিক কারিকুলামের আন্ডারে ৬ মাসের হ্যান্ডস অন ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স পাচ্ছি। যেসমস্ত ডেজিগনেশনে তোমরা একজন SWE Graduate হিসেবে দেশ-বিদেশে কাজ করতে পারো- Software Engineer | Software Developer | Systems Analyst | Quality Assurance (QA) Engineer | DevOps Engineer | Project Manager | Technical Consultant | Software Architect | Database Administrator (DBA) | UI/UX Designer | ML Engineer etc. যে সকল বিষয়ে চাইলে তুমি Higher Studies and Research এ কাজ করতে পারো- Computer Vision | Machine Learning | Natural Language Processing | Sentiment Analysis | Networking | Security | Cloud Computing | Computer Graphics | Human Computer Interaction | Information Retrieval | Data Warehousing | Prediction Systems | Pattern Finding | Machine Translation | Software Engineering etc. পড়তে হলে তোমাদের সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে তা হল পরিশ্রম | ধৈর্য্য আর যেই জিনিসটা খুবই দরকারী সেটা হলো: লেগে থাকার মেন্টালিটি, এডাপ্ট করার ক্ষমতা ও কমিউনিকেশন স্কিল এবং অফকোর্স মাথায় রাখতে হবে সবসময় SWE অন্য যে কোন সাবজেক্টের চাইতে আলাদা। সবচাইতে বড় কথা হচ্ছে তোমাকে ভালবাসতে হবে সাবজেক্টটাকে। স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন সত্যি করার জন্য এনাফ গাটস থাকতে হবে। সাবজেক্টটার প্রতি ভালবাসা না থাকলে ভাল করা সম্ভব না। তো আর দেরি কিসের? সদ্য আঠারো পেরুনো তরুণদের অপেক্ষায় আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ; সি, পাইথন, জাভা আর কোডিংয়ের পৃথিবীতে স্বাগতম তোমাদের। Mosharof Rosen SWE, SUST Please visit our SWE Society Page for more Information: [link](https://www.facebook.com/swesocietysust) - Mosharof Rosen - Fatiha Tasnim Upoma

4/24/2025By Mosharof Rosen
Read more
Subject Review: Software Engineering (SWE), 2022

Subject Review: Software Engineering (SWE), 2022

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটু প্র্যাক্টিক্যাল ওরিয়েন্টেড, যেটি সাস্টে ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোনলিজি (IICT) এর অধীনে চালুকৃত একমাত্র আন্ডারগ্রেড প্রোগ্রাম। তোমরা (২০২৩-২০২৪ ব্যাচ) এই প্রোগ্রামে ৮ম ব্যাচ হিসাবে পদার্পন করবে। ফ্যাসিলিটিসের কথা যদি বলি– প্রত্যেক ব্যাচের জন্য রয়েছে পর্যাপ্ত ল্যাব ও ক্লাসরুম। ফ্যাকাল্টি মেম্বাররা যথেষ্ট বন্ধুসুলভ এবং খুবই ডেডিকেটেডলি নিজেদের পাঠদান করে থাকেন। পড়াশুনার পাশাপাশি যেকোনো প্রয়োজনে তারা যথেষ্ঠ হেল্পফুল। কম্পেটিটিভ প্রোগ্রামিং ও থিসিসের প্রয়োজনে অতিরিক্ত আরো দুটি ল্যাব রয়েছে যেখানে তোমরা ২৪/৭ এক্সেস পাবে। আমাদের IICT তে রয়েছে আলাদা একটি লাইব্রেরী যেখানে আমাদের প্রয়োজনীয় সব বই পাওয়া যায়। এখানে পড়ার বেশ সুন্দর পরিবেশ রয়েছে। আমাদের রয়েছে সুন্দর একটি SWE Society. প্রতি বছরই আমরা আমাদের সোসাইটি থেকে ট্যুর, ইভেন্ট হোস্টিং/লঞ্চিং ও স্পোর্টসউইক সহ বিভিন্ন কো-কারিকুলার এবং এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিসের আয়োজন করে থাকি। গতবছর আয়োজন করা হয়েছিল [SUST SWE Technovent - 2023](https://www.facebook.com/sust.swe.technovent) যেখানে সিনিয়র, জুনিয়র ও ফ্যাকাল্টি মেম্বাররাসহ সবাই মিলে সুন্দরভাবে ফেস্টটিকে আয়োজন করি। সম্প্রতি সোসাইটি থেকে ১ম, ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য কম্পেটিটিভ প্রোগ্রামিং, ও প্রব্লেম সলভিং বুটক্যাম্প এবং ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী হ্যাকাথন বুটক্যাম্প, মাসব্যাপী প্র্যাক্টিস ফেইজ আয়োজন করা হয়। এছাড়া খুব শীঘ্রই Crackathon (Intra-SWE Hackathon 2024) আয়োজন করা হবে। প্রোগ্রামিং, পড়াশুনা কিংবা যেকোনো প্রয়োজনে সিনিয়ররা বেশ সাপোর্টিভ। প্রয়োজনে সিনিয়ররা প্রব্লেম সলভিং, কম্পেটিটিভ প্রোগ্রামিং, হ্যাকাথন কিংবা যেকোনো হ্যান্ডস অন টেক নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ নিয়ে থাকেন। তোমরা জানো যে, SUST থেকে প্রায় প্রতি বছরই ICPC-World Final এ অংশগ্রহণ করে থাকে এবং বিভিন্ন IUPC (Inter-University Programming Contest) তেও রয়েছে ভালরকম অংশগ্রহণ ও সুনাম অর্জন। এছাড়া, বর্তমানে SUST এ চালু আছে SUST CP TRAINING CAMP যেটির মূখ্য উদ্দেশ্য হচ্ছে, প্রোগ্রামিং এ আগ্রহী যেকোনো সাস্টিয়ানকে ট্রেইন করার মাধ্যমে একজন দক্ষ কম্পেটিটিভ প্রোগ্রামার তৈরি করা। এতে করে প্রোগ্রামিং এর হাতেখড়ি, সাথে সিপির জগতে যাত্রা বেশ সুন্দর, গোছানো হবে আশ্বাস দিতে পারি। তাই বলে কি শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং? - একদমই না। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, নেটওয়ার্ক, সিকিউরিটি, মেশিন লার্নিং, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ক্লাউড কম্পিউটিং, DevOps, গেইমসহ ভবিষ্যতে অনেক ফিল্ডে তোমাদের এক্সপ্লোর করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। প্রোগ্রামিং কন্টেস্ট এর পাশাপাশি সারাবছর অনুষ্ঠিত বিভিন্ন হ্যাকাথন, প্রজেক্ট শোকেসিং, আইডিয়া কনটেস্ট, অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলা সবকিছুতে সবাই আগ্রহের সাথে পার্টিসিপ্যাট করে এবং সুনাম বয়ে আনে। সম্প্রতি ডিপার্টমেন্টে Development Community শুরু করার পরিকল্পনাও চলছে। ৮টি সেমিস্টারে গ্রুপ ওয়াইস, কিংবা সলো সর্বসাকুল্যে ১০+ প্রজেক্টস এবং অসংখ্য অ্যাসাইমেন্টস করার সুযোগ রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল -- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বেইসড গেইম, অব্জেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেইসড গেইম, এন্ড্রয়েড অ্যাপ, ফ্রন্টেড প্রজেক্ট, ব্যাকেন্ড প্রজেক্ট, ফুল স্ট্যাক প্রজেক্ট, ডাটাবেইজ প্রজেক্ট ইত্যাদি। SWE তে নিম্নোক্ত Course গুলা একটু ভিন্ন আঙ্গিকের – Introduction to Software Engineering | Software Requirement and Specifications | Software Verification and Validation | Software Usability and Matrices | Design Pattern and Software Architecture | Competitive Programming | Software Project Management etc. নিম্নোক্ত কোর্সগুলা বেশ ইন্টারেস্টিং– Object Oriented Programming | Database | Web Development | Data Structures and Algorithms | Distributed System | Computer Networking | Computer Architecture | Discrete Mathematics | Numerical Analysis | Operating System | Artificial Intelligence | Machine Learning and Neural Network | Computer Graphics and Image Processing | Information and Network Security | Human Computer Interaction etc. এছাড়া নন মেজর হিসেবে Mathematics (Calculus | Linear Algebra | Geometry), Business, Economics, EEE, Physics, Statistics, English, Entrepreneurship Development ও Sociology এর কোর্স রয়েছে। তোমাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখি, সর্বমোট ৮টি সেমিস্টারের ৭ম সেমিস্টারে তোমরা তোমাদের থিসিস/প্রজেক্ট ওয়ার্ক করার সুযোগ পাবে। আর, ৮ম সেমিস্টার পুরা টাইম ফ্রেম জুড়ে রয়েছে ১৮ ক্রেডিটের পেইড ইন্টার্নশিপ। এটা খুবই ভাল একটি বিষয় যে, আমরা ৪ বছরের আন্ডারগ্রেড লাইফে একাডেমিক কারিকুলামের আন্ডারে ৬ মাসের হ্যান্ডস অন ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স পাচ্ছি। যেসমস্ত ডেজিগনেশনে তোমরা একজন SWE Graduate হিসেবে দেশ-বিদেশে কাজ করতে পারো- Software Engineer | Software Developer | Systems Analyst | Quality Assurance (QA) Engineer | DevOps Engineer | Project Manager | Technical Consultant | Software Architect | Database Administrator (DBA) | UI/UX Designer | ML Engineer etc. যে সকল বিষয়ে চাইলে তুমি Higher Studies and Research এ কাজ করতে পারো- Computer Vision | Machine Learning | Natural Language Processing | Sentiment Analysis | Networking | Security | Cloud Computing | Computer Graphics | Human Computer Interaction | Information Retrieval | Data Warehousing | Prediction Systems | Pattern Finding | Machine Translation | Software Engineering etc. পড়তে হলে তোমাদের সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে তা হলতে দক পারেশন | পরিশ্রম | ধৈর্য্য আর যেই জিনিসটা খুবই দরকারী সেটা হলো: লেগে থাকার মেন্টালিটি, এডাপ্ট করার ক্ষমতা ও কমিউনিকেশন স্কিল এবং অফকোর্স মাথায় রাখতে হবে সবসময় SWE অন্য যে কোন সাবজেক্টের চাইতে আলাদা। সবচাইতে বড় কথা হচ্ছে তোমাকে ভালবাসতে হবে সাবজেক্টটাকে। স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন সত্যি করার জন্য এনাফ গাটস থাকতে হবে। সাবজেক্টটার প্রতি ভালবাসা না থাকলে ভাল করা সম্ভব না। তো আর দেরি কিসের? সদ্য আঠারো পেরুনো তরুণদের অপেক্ষায় আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ; সি, পাইথন, জাভা আর কোডিংয়ের পৃথিবীতে স্বাগতম তোমাদের। আরো কিছু জানার থাকলে ইনবক্সে ২২ ব্যাচের এদের যে কাউকে নির্ভয়ে ম্যাসেজ করতে পারো— * [Ashraful Alam]( https://www.facebook.com/groups/657860674422832/user/100036388176720/) * Sumaiya Rahman * [Arnob Chowdhury](https://www.facebook.com/groups/657860674422832/user/100016104190327/) * [Tasnova Ramisa](https://www.facebook.com/groups/657860674422832/user/100056230713785/) * [Surjo Sarker](https://www.facebook.com/groups/657860674422832/user/100093687636764/) * [Amit Banik](https://www.facebook.com/groups/657860674422832/user/100023166279598) Please visit our SWE Society Page for more Information: [SWE SOCIETY](https://www.facebook.com/swesocietysust)

5/28/2024By Ashraful, Sumaiya, Amit, Ramisa
Read more
Subject review : Software Engineering (SWE), 2018

Subject review : Software Engineering (SWE), 2018

Why Software Engineering? প্রতিদিনই তোমরা মোবাইল, কম্পিউটার বা যেকোনো ডিজিটাল ডিভাইসে কোনো না কোনো অ্যাপ(Facebook, Instagram, Uber, Pathao, Foodpanda, Google, Youtube etc.) চালাও, গেমস(PUBG, Mobile Legends, COD, CSGO, Pokemon GO, Dota 2 etc.) খেলো, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করো। কখনো কি ভেবে দেখেছো এগুলার পিছনে কারা কাজ করে যাচ্ছে? কারা বানাচ্ছে এই সার্ভিসগুলো? সল্ভ করে যাচ্ছে আমাদের লাইফের একেকটা সমস্যা? কেমন লাগবে নিজেকে এদের জায়গায় দেখতে!!! কেমন লাগবে তোমার বানানো গেম,অ্যাপ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের ডিভাইসে থাকলে!!! Google, Apple, Mircosoft এর মতো টেক জায়েন্টদের সাথে কাজ করতে!!! তোমাদের এইসব স্বপ্ন পুরোনের জায়গাটিই হলো Software Engineering(SWE) সাব্জেক্টির নাম শোনার পরে অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে। রিভিউটি জুড়ে এসব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করে যাবো। Software Engineering(SWE) at IICT, SUST সাবজেক্টটি DU, JU, RU, IUT, NSTU সহ আরো বেশকিছু বিশ্ববিদ্যালয়ে IIT, IT, ICE, ICT, SWE, SE এসব নামে চালু আছে। আমাদের সাস্টে SWE সাবজেক্টটি IICT(Institute of Information and Communication Technology) এর আওতাধীন একমাত্র ডিপার্টমেন্ট। এখন প্রশ্ন আসতে পারে যে, ইন্সটিটিউটের অধীনে ডিপার্টমেন্ট আর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে পার্থক্য কি? এক কথায় ইন্সটিটিউট হলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছোট আরেকটি বিশ্ববিদ্যালয়। IICT এর রয়েছে সম্পূর্ণ আলাদা প্রশাসন, বিল্ডিং, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ইত্যাদি। উদাহরন স্বরূপ তোমরা ঢাবির IBA,IIT এর কথা চিন্তা করতে পারো। সাস্ট SWE তে তোমরা চতুর্থ ব্যাচ হিসাবে ভর্তি হতে যাচ্ছো। এখন প্রশ্ন চলেই আসে, নতুন ডিপার্টমেন্ট হিসাবে আমাদের কোনো ল্যাকিংস আছে কিনা? আমার মনেও এই প্রশ্ন জেগেছিল। আমি তোমাদের আশ্বস্ত করতে পারি, সাবজেক্টটি IICT এর আওতাধীন হওয়ায় কোনোকিছুতে কমতি নেই। টিচার, ল্যাব ফ্যাসিলিটি, ক্লাসরুম সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ। প্রত্যেক ব্যাচের জন্য রয়েছে আলাদা ল্যাব, ক্লাসরুম। এছাড়াও দুইটি আলাদা কম্পিউটার ল্যাব ২৪/৭ ব্যবহারের জন্য আছে।যার ফলে দিন রাত যেকোনো সময় সবাই কাজ করতে পারে বা যাদের পিসি নেই তারাও সমান তালে আগাতে পারে। এখানে কি কি পড়ানো হয়... এখানে আসলে তোমাকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ধীরে ধীরে যে সকল প্রধান কোর্স সমূহ পড়ানো হবে- - স্ট্রাকচারড প্রোগ্রামিং - ডিসক্রিট ম্যাথমেটিক্স - অব্জেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং - কম্পিউটার আর্কিটেকচার - কম্পিটিটিভ প্রোগ্রামিং - অ্যালগরিদম - অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগ্রামিং - সফটওয়্যার আর্কিটেকচার - ডাটাবেজ ম্যানেজমেন্ট - সফটওয়্যার ইউজাবিলিটি, ভেরিফিকেশন ও ভ্যালিডেশন - ডাটা সাইন্স - নেটওয়ার্ক সিকিউরিটি - ওয়েব টেকনোলজিস - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স - ইমেইজ প্রোসেসিং ইত্যাদি ইত্যাদি! সাথে অপশনাল কোর্স হিসেবে বেছে নেওয়া যাবে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, ক্লাউড কম্পিউটিং, বায়ো-ইনফর্মেট্রিক্স, ক্রিপ্টোগ্রাফি সহ আরো বেশ কিছু কোর্স থেকে কয়েকটা। এগুলোর সাথে ফার্স্ট ইয়ার থেকেই পড়ানো হবে বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, ইইই, স্ট্যাট, সোসিওলজি, বিজনেস, ethics and cyber law, ইকোনোমিক্স সহ বেশ কিছু নন মেজর কোর্স। এক কথায়, তোমাকে পুরোপুরি অলরাউন্ডার সফটওয়ার ইঞ্জিনিয়ার বানিয়ে দিবে!!! ৪ বছরে ৮ টা সেমিস্টার এ ১৬০ ক্রেডিট এর কোর্স কমপ্লিট করার পর B.Sc.(Engg.) in Software Engineering ডিগ্রি নিয়ে বের হবা সাস্ট থেকে! পুরো কোর্স প্ল্যান দেখতে চাইলে এই লিংক থেকে ঘুরে আসো - https://www.sust.edu/institutes/iict/curriculum/10 ৮ টি সেমিস্টারের ৫ টি তে তোমাদের একটা করে Project work কোর্স থাকবে যেখানে তোমরা দুইজনের টিম করে ডেস্কটপ/এন্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য গেমস,অ্যাপস,ওয়েবসাইট বানানোর সুযোগ পাবে।৪ বছর অপেক্ষা করতে হবে না তোমাকে নিজের বানানো সফটওয়্যার ইউজ করতে :D। তোমরা আরো জেনে খুশি হবে, এই বছর থেকে প্রতি ব্যাচের তিনটি টিম সরাসরি ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করার সুযোগ পাচ্ছে এই Project Work কোর্সে ইন্টার্নশিপের আগেই! ভাই CSE আর SWE এর মধ্যে পার্থক্য কি?(The most asked question XD) CSE আর SWE মূলত এক মায়ের পেটের দুই জমজ ভাই এর মতো! তবে দুই জমজ ভাই হলেও তফাত তো কিছু আছেই। সংক্ষেপে বলতে গেলে CSE থিউরিটিকাল পড়ালেখা কে সামান্য একটু বেশি গুরত্ব দেয়, অন্যদিকে SWE গুরত্ব দেয় প্র্যাক্টিক্যাল সাইটের দিকে যার ফলে তৈরি হয় ইন্ডাস্ট্রি রেডি ফ্রেশ গ্র্যাজুয়েট। এখানে তোমাকে সফটওয়্যারের উপর স্পেলাইজড করে তোলার জন্য ৮ টি ইউনিক মেজর কোর্স রয়েছে। যা তোমাকে গ্রাজুয়েশনের পরেই ইন্ডাস্ট্রি রেডি করে তুলবে। এছাড়াও শুধুমাত্র SWE তেই তোমরা সবাই ফোরথ ইয়ারে ৬ মাসের জন্য ঢাকায় দেশের বড় বড় সফটওয়্যার কম্পানিগুলোর সাথে ইন্টার্ন হিসাবে(স্যালারী সহ) কাজ করার সুযোগ পাবে যা পরবর্তিতে তোমার পার্মানেন্ট জব ও হয়ে যেতে পারে। গ্র্যাজুয়েট হিসাবে বের হওয়ার আগে এটা অনেক বড় একটা সুযোগ যা তোমাকে নিঃসন্দেহে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আমি যখন এই পোস্ট লিখসি ১স্ট ব্যাচের ভাই আপুরা তখন Selise Rockin’ Software,Orbitax,Cefalo,Shohoz, Brain Station 23 এর মতো দেশি বিদেশি কম্পানিতে ইন্টার্ন হিসাবে জয়েন করার জন্য প্রস্তুত হচ্ছে। ভাই ভার্সিটিতে তো শুনসি কোনো প্যারা নাই,শুধু চিল আর চিল।এখানেও কি তাই? অনেক তো সুন্দর সুন্দর কথা বললাম,এখন অল্প একটু হতাশ করি তাহলে। চিল অবশ্যই হবে কিন্তু এই সাবজেক্টে পড়ে ভালো করতে তোমার প্রথম ভালোবাসা হতে হবে প্রোগ্রামিং, প্রবলেম সল্ভিং। তাই বলে ২৪ ঘন্টা মুখ গুজে প্রোগ্রামিং করতে হবে এমনও ভেবে নিও না। আমরা কিন্তু কিছুতেই পিছিয়ে নেই।Intra IICT Football Tournament এ পরপর দুইবার চ্যাম্পিয়ন SWE। প্রতি বছরই আমরা কালচারাল নাইট, ন্যাশনাল ট্যুর, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল টুর্নামেন্ট সহ আরো অনেক কোকারিকুলার এক্টিভিটির আয়োজন এবং অংশগ্রহণ করে থাকি। যারা প্রোগ্রামিং এ আগ্রহী, তাদের জন্য সুখবর, তোমরা অসাধারন কিছু ট্যালেন্টেড প্রোগ্রামার সিনিয়র পাবা, যাদের কাছে যেকোনো ধরনের হেল্প চাইতে পারবা। আর সাস্ট থেকে প্রায় প্রতি বছর ই ACM ICPC এর World Final এ অংশগ্রহণ করে। শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিংই নয়, সফটওয়্যার ডেভোলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, নেটওয়ার্ক সিকিউরিটি সব দিকেই আমাদের বিচরন আছে। এছাড়া সারাবছর নানা ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট, হ্যাকাথন, প্রজেক্ট শোকেসিং সহ নানা ধরনের প্রতিযোগিতা তো আছেই। তোমরা জেনে খুশি হবে আমারা শুধুমাত্র ২০১৯ সালেই চারটি ন্যাশনাল হ্যাকাথনে পুরস্কার অর্জন করেছি। হতে পারে কোনো এক সময় তুমিও কোনো এক শিরোপা এনে দিলে সাস্টকে। জব সেক্টর কেমন? কম্পিউটার সাইন্স যেকোনো সাবজেক্টের জব সেক্টরের কথা আলদা করে এখন আর বলতে হয় না। সবথেকে গ্রোয়িং জব সেক্টর এখন এইটা, সেটা পৃথিবীর যে দেশই হোক না কেন। আমাদের দেশও এর ব্যাতিক্রম না। এখানে একটা কথা চলে আসে, সাস্ট SWE তো IEB Accredited কোনো সাবজেক্ট না, তাহলে কি জবে বা রিসার্চে কি কোনোভাবে পিছিয়ে থাকবো আমরা? IT Related এর জব সেক্টরে বা রিসার্চে একজনের স্কিল, প্যাশন এবং ক্রিয়েটভিটি টাই মুখ্য এখানে IEB Accredietion বিন্দুমাত্র ম্যাটার করে না। আর SWE ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সফটওয়্যার ফার্মগুলোর সাথে কোলাবরেশন, সেমিনার-সিম্পোজিয়াম সম্পন্ন করে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে এবং এর ফলস্বরূপ, ফ্রেশ গ্রাজুয়েট এবং ইন্ডাস্ট্রির মাঝে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠছে।আর সফটওয়্যার স্প্লেশালাইজড কোর্স এবং ইন্টার্নশিপের কারনে তুমি ফ্রেশ গ্র্যাজুয়েট হিসাবে বের হলেও তোমার অন্যান্যদের তুলনায় অভিজ্ঞতার ঝুলিটাও ভারী থাকবে। SWE এ ভর্তি হতে চাইলে মেরিট পজিশন কত এর ভিতর হওয়া লাগবে? এ প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। এ বছর সাস্টে অ্যাডমিশন টেস্ট এবং রেজাল্ট অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হয়ে যাওয়ায় সামান্য একটু বেশি দূর পর্যন্ত টানতে পারে, তবে পজিশন ৬০০ এর ভিতরে থাকলে কিছুটা শিউর থাকতে পারো, SWE পাবা। শুন্য আর একের জগতে তোমাদের স্বাগতম,দেখা হচ্ছে খুব শীঘ্রই 😃 লেখা : [Navid Hasan]() (SWE,Batch-18) আরো কিছু জানার থাকলে ইনবক্সে আমাকে বা ১৮ ব্যাচের এদের যে কাউকে নির্ভয়ে ম্যাসেজ করতে পারো। 😃 * [Suhaib Ahmed](https://www.facebook.com/groups/2047119878845716/user/100003484946385/) * [Prottoy Roy] * [Farhan Mahtab Mahi](https://www.facebook.com/groups/2047119878845716/user/100005907818124/) * [Mahin Abid](https://www.facebook.com/groups/2047119878845716/user/100006538230514/)

11/1/2019By Navid Hasan
Read more
Subject Review - SWE (Software Engineering) - 2017

Subject Review - SWE (Software Engineering) - 2017

তোমরা কি গেম খেলো? গেম না খেললেও সবাই অ্যাটলিস্ট স্মার্টফোন/পিসি তো ইউজ করো? সেখানে নানা ধরনের অ্যাপ/সফটওয়ার তো ইউজ করো? কেমন লাগবে, যখন তোমার নিজের বানানো কোনো গেম তুমি নিজে খেলবে বা অন্য কাউকে খেলতে দিবে? অথবা তোমার বানানো কোনো অ্যাপ/সফটওয়ার সবার ফোনে বা পিসিতে ঘুরঘুর করবে? যে সাব্জেক্ট এর রিভিউ দিতে যাচ্ছি, এই সাব্জেক্ট এ পড়ে বের হওয়ার পর তোমার নিত্যদিনের কাজ ই হয়ে যেতে পারে এগুলো! সাব্জেক্টটি SWE/IIT/IT/ICT/ICE নামে চালু আছে SUST, DU, JU, NSTU, RU সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে। তবে এখানে আমি শুধু স্পেশালি SUST-SWE এর সম্পর্কেই বলবো। সাব্জেক্টটির নাম শোনার পর অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে। আমি পুরো রিভিউ জুড়ে, সেই প্রশ্ন গুলোর ই উত্তর দিয়ে যাবো। প্রথমতঃ এখানে কি কি পড়ানো হবে? সাস্ট এ ভর্তি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর যখন এক প্রকার ডিলেমা তে ভুগতেছিলাম, কোন সাব্জেক্ট ভালো হবে আমার জন্য, তখন এক বড় ভাই SWE কোর্স প্ল্যান টা দেখতে বলেন। এরকম ইন্টারেস্টিং একটা কোর্স প্ল্যান দেখার পর আমি এতটুকু ডিটার্মাইন্ড হয়ে গেছিলাম, SWE তেই পড়বো ইনশা'আল্লাহ! ❤ এখন আসল কথায় আসি, এখানে আসলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ধীরে ধীরে পড়ানো হবে, - প্রোগ্রামিং ব্যাসিক - ডিসক্রিট ম্যাথমেটিক্স - অব্জেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং - কম্পিউটার আর্কিটেকচার - কম্পিটিটিভ প্রোগ্রামিং - অ্যালগরিদম - অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগ্রামিং - সফটওয়ার আর্কিটেকচার - নেটওয়ার্কিং - ডাটাবেজ ম্যানেজমেন্ট - সফটওয়ার ইউজাবিলিটি, ভেরিফিকেশন ও ভ্যালিডেশন - ডাটা সাইন্স - নেটওয়ার্ক সিকিউরিটি - ওয়েব টেকনোলজিস - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স - ইমেইজ প্রোসেসিং ইত্যাদি! সাথে অপশনাল কোর্স হিসেবে বেছে নেওয়া যাবে মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, ক্লাউড কম্পিউটিং, বায়ো-ইনফর্মেট্রিক্স, ক্রিপ্টোগ্রাফি সহ আরো বেশ কিছু কোর্স এর মধ্য থেকে একটা। এসব গুলোর সাথে ফার্স্ট ইয়ার থেকেই পড়ানো হবে বাংলা, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, ইইই, স্ট্যাট, সোসিওলজি, বিজনেস, ইকোনোমিক্স সহ বেশ কিছু নন মেজর কোর্স। এক কথায়, তোমাকে পুরোপুরি অলরাউন্ডার সফটওয়ার ইঞ্জিনিয়ার বানিয়ে দিবে! 😛 ৪ বছরে ৮ টা সেমিস্টার এ ১৬০ ক্রেডিট এর কোর্স কমপ্লিট করার পর B.Sc.(Engg.) in Software Engineering ডিগ্রি নিয়ে বের হবা SUST থেকে! পুরো সিলেবাস দেখতে চাইলে এই লিংক থেকে ঘুরে আসো ( https://goo.gl/rPoySZ )। এছাড়া কোর্স প্ল্যান এ আরো দু-একটা ইন্টারেস্টিং কোর্স আছে, এগুলে সম্পর্কে পরে বলছি! দ্বিতীয়তঃ এই সাব্জেক্ট এর স্পেশালিটি কি? একটু আগে যে বললাম, ইন্টারেস্টিং কিছু কোর্স, সেগুলোই এই সাব্জেক্টের স্পেশালিটি! প্রথমত, প্রতি বছর একটা করে প্রজেক্ট ওয়ার্ক থাকবে কোর্স হিসেবে। যেখানে তুমি একটা করে গেম/সফটয়ার বানাবে, প্রতি বছর। ফার্স্ট ইয়ার থেকেই শুরু হবে গেম বানানোর কাজ। তাছাড়া ফোর্থ ইয়ার এ আছে ৬ মাসের ইন্টার্নশিপ। যেখানে তুমি একটা কম্পানি তে গিয়ে জব করবা ৬ মাস (উইথ স্যালারি)। সেটি পরবর্তিতে তোমার পার্মানেন্ট জব ও হয়ে যেতে পারে! 😛 তৃতীয়তঃ CSE আর SWE এর মধ্যে পার্থক্য টা কোথায়? আজ পর্যন্ত আমি কতশত বার যে এই প্রশ্ন টা শুনছি, তার হিসেব নাই। CSE আর SWE মূলত এক মায়ের পেটের দুই জমজ ভাই এর মত! শুধু একজন একটু আগে জন্মাইছে, একজন একটু পরে। এদের মধ্যে মূল পার্থক্য টা হলো, অল্প কিছু কোর্স CSE তে আছে বাট SWE তে নাই অথবা SWE তে আছে বাট CSE তে নাই। আর CSE কোর্স প্ল্যান এ ইন্টার্নশিপ নাই। ব্যাস এটুকুই। কেউ যদি পাই-টু-পাই পার্থক্য খুজে বের করতে চাও, তাহলে এই লিংক এ গিয়ে (http://www.sust.edu/d/cse/curriculam) CSE এর কোর্স প্ল্যান এর সাথে SWE এর কোর্স প্ল্যান তুলনা করে দেখতে পারো! চতুর্থতঃ SUST এ যেহেতু SWE নতুন, কোনো ল্যাকিংস আছে কি না এই সাব্জেক্ট এ? যেহেতু তোমরা ৩য় ব্যাচ হিসেবে ভর্তি হবা এই সাব্জেক্ট এ, মনে এই প্রশ্ন টা জাগা স্বাভাবিক। ভর্তি হওয়ার আগে আমার মনেও এই প্রশ্ন জেগেছিলো। বাট এখানে আসার পর ফ্যাসিলিটিস দেখে পুরোপুরি মন ভরে গেছে! ❤ SWE ডিপার্টেন্ট টি IICT(Institution of Information and Communication Technology) এর আন্ডারে হওয়ায়, এখানে কোনোকিছুর ই কমতি নেই। টিচার, ল্যাব ফ্যাসিলিটিস, ক্লাস রুম সবকিছুই স্বয়ংসম্পূর্ণ। SWE ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট দের ব্যবহারের জন্য আলাদা একটা ল্যাব আছে। যা স্টুডেন্টদের জন্য ২৪/৭ খোলা! ফলে যাদের পিসি নেই, তারাও সমান তালে এগুতে পারবে। মাঝে মাঝে রাত ১০টা/১১টা পর্যন্ত বসে থাকি ল্যাব এ (নেট স্পিড অসাধারণ তো, তাই 😛 )। পঞ্চমতঃ আচ্ছা, এই সাব্জেক্ট এর জব সেক্টর কেমন? এখন আইটির যুগ! CSE, SWE এর মত সাব্জেক্ট এ পড়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করা বোকামির মতই। একটু ভালমতো পড়াশুনা করলে আর দক্ষতা থাকলে ফিউচার এ শাইন করা খুব বেশি কঠিন কাজ হবে না। ফাইনালিঃ এই সাব্জেক্ট এ ভর্তি হতে চাইলে সাস্ট ভর্তি পরীক্ষায় কত পাওয়া লাগবে? সাস্ট কখনোই অ্যাডমিশন টেস্ট এর পরীক্ষার মার্ক শো করে না, এমনকি হাইস্ট/লোয়েস্ট এগুলোও জানায় না কাউকে। সো কত পেলে চান্স পাওয়া যাবে তা জানা বলা পসিবল না। গতবার CSE এর পরেই দ্বিতীয় সাব্জেক্ট হিসেবে SWE এর সিট ফিল আপ হয়েছিলো। মেরিট পজিশন এ ৪০০ এর ভিতরে থাকলে শিউর থাকতে পারো, SWE পাবা! সো, ভালো করে পড়ালেখা করো, ব্যাসিক ক্লিয়ার করো! আর এইবার যেহেতু অন্য বারের তুলনায় এক মাস আগেই এক্সাম হয়ে যাবে, তাই নিজেকে আগেভাগেই প্রিপেয়ার করো। ওহ! "প্রোগ্রামিং" এর ব্যাপারে বলতে ভুলে গেছি! এই সাব্জেক্ট এ প্রোগ্রামিং মারাত্মক ইম্পর্টেন্ট। যারা প্রোগ্রামিং এ আগ্রহী, তাদের জন্য সুখবর, তোমরা অসাধারন কিছু ট্যালেন্টেড প্রোগ্রামার সিনিয়র পাবা, যাদের কাছে যেকোনো ধরনের হেল্প চাইতে পারবা। আর সাস্ট থেকে প্রায় প্রতি বছর ই ACM ICPC এর World Final এ অংশগ্রহণ করে। আর ICPC ছাড়াও, সারাবছর নানা ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট হয়। হতে পারে কোনো এক সময় তুমি কোনো এক কন্টেস্ট এর শিরোপা এনে দিলে সাস্ট কে! ❤ ভর্তি পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক! আর যারা জুনিয়র হয়ে আসছো, তাদের অগ্রিম ওয়েলকাম! ❤ [Shakirul Hasan Khan](https://www.facebook.com/groups/2047119878845716/user/100010687804229/) SWE'17-18, SUST

7/27/2018By Shakirul Hasan Khan
Read more
Subject review: Dept. of software engineering (SWE), 2016

Subject review: Dept. of software engineering (SWE), 2016

বলতে গেলে সবগুলা ভার্সিটির এক্সাম শেষ। এখন কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটির বিশাল পরিসরে নতুন জীবন শুরু করার পালা। যারা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি যুদ্ধে জয়ী হয়েছ, সবাইকে কনগ্রেচুলেশানস। প্রথমত সবাই যেই সমস্যাটায় ভুগছে তা হচ্ছে সাবজেক্ট চয়েস। এ নিয়ে আমি কিছু বলব না। এটা নিয়ে অনেকেই অলরেডি অনেক কিছু বলেছে। আমি আরেকটা বড় কনফিউশন নিয়ে বলব এবং Software Engineering Sub. টার রিভিউ দিব। প্রথমেই আসি কনফিউশন টার ব্যাপারে। অনেকেই দেখছি বিভিন্ন পোস্টে IEB এপ্রোভাল এর ব্যাপার টা নিয়ে বেশি কনফিউজড। যেমন শা.বি.প্র.বি এর শুধুমাত্র কয়েকটি সাবজেক্ট IEB approved. তাহলে বাকিগুলা পড়ে কি লাভ! IEB approval জব এর ক্ষেত্রে কোন তেমন কোন প্রভাব ফেলে না। নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো ব্লা ব্লা এইগুলা কথার আসলে খুব বেশি গুরুত্ব আছে বলে আমি মনে করি না। সাস্ট সিএসই IEB approved না। তাহলে সাস্ট সিএসই পড়ে কি লাভ!😜। কি লাভ তা সাস্ট এর ইতিহাস ঘাটলেই বোঝা যাবে। মোট কথা হচ্ছে যারা নামের আগে ইঞ্জিনিয়ার লাগানোর জন্য IEB approval নিয়ে মাতামাতি করে, তাদের জন্য আমার কিছু বলার নাই। এইবার আসি subject review এ। রিভিউ টা কিছুদিন আগে আমি দিয়েছিলাম। কিন্তু এক্সাম চলার কারণে অনেকে খেয়াল করে নাই। তাদের অনুরোধে আবার দেয়া। Subject review :Dept. of software engineering (SWE): অনেকেই SWE/SE নামের সাথে খুব বেশি পরিচিত না। ** SWE- Software Engineering. ** Why SWE! – তুমি যদি চিন্তা করতে ভালবাসো, কোন একটা সমস্যাকে ম্যাথম্যাটিকেলি অথবা লজিকেলি ফেইস করতে পছন্দ কর তবে তোমার জন্য প্রোগ্রামিং নামক পার্ফেক্ট প্লাটফরম রয়েছে। যার দ্বারা তুমি নিজের চিন্তাকে কম্পিউটার দ্বারা এপ্লাই করতে পারবে। এছাড়া তুমি যদি ভার্চুয়াল ডিজাইন করতে চাও, অথবা সফটওয়্যার আর্কিটেক্ট হতে চাও অর্থাৎ এককথায় কম্পিউটার নামক অবিশ্বাস্য যন্ত্রে সফটওয়্যার নামক প্রাণের সঞারে, বিবর্ধীকরণে অবদান রাখতে চাও তবে Welcome to Dept. Of Software Engineering. এবার আসি SUST SWE সম্পর্কে। এবারে যারা ভর্তি হবে তারা সেকেন্ড ব্যাচ, অর্থাৎ আমরা ফার্স্ট ব্যাচ হিসেবে SUST SWE এর শুরু করি। এই অল্প সময়ে আসলে এক্সপেকটেশন এর চেয়ে বেশি কিছু পেয়েছি। ল্যাব ফেসিলিটিস এবং অন্যান্য ফেসিলিটিস এর কোন প্রকার অভাব হবে না আশা করছি। আরেকটি কথা না বললেই নয়, সিএসই এবং SWE দুই Dept. এরই বড় ভাইদের কাছ থেকে এক্সপেকটেশন এর চেয়ে বেশি হেল্প পাবে, এইটুকু এনসিউর করতে পারি। এবারে SUST SWE তে সিট সংখ্যা ৫০। বিস্তারিত জানতে এবং কোর্স প্লান জানতে ভিজিট http://www.sust.edu/institutes/iict/admission/10 Best of luck juniors & Welcome who are going to be the part of SWE family. Badrudduza Ahmed Fahim. Dept. of Software Engineering. SUST. 2.সাবজেক্ট রিভিউ (SWE): অনেকেই SWE/SE নামের সাথে খুব বেশি পরিচিত না। SWE- Software Engineering. মেজর কোর্সসমূহ: - 1. Structured Programming Languange. - 2.Data Structure. - 3. Object Oriented Programming. - 4. Introduction to Software Engineering. - 5. Theory Of Computation. - 6.Discrete Mathematics. - 7. Artificial Intelligence. - 8. Software Design. - 9. Software Requirement Engineering. - 10. Web Technology. - 11. Operating System Concepts - 12. Algorithm Design & Analysis - 13. Numerical Analysis. - 14. Computer Networking. - 15. Database Management System. - 16. Computer Data and Network Security. - 17. Computer Architecture. - 18. Software Testing and Quality Assurance. - 19.Computer Graphics and Image Processing. - 20. Ethics and Syber Law. - 21. Entrepreneurship Development. - 22. Software Project Management. - 23. Internship. - 24. Project work সর্বপ্রথম DU এর IIT এর অধীনে SWE চালু করা হয়। ২০১৬-১৭ সেশনে শা.বি.প্র.বি তে IICT এর অধীনে ৩০ টি আসন নিয়ে SWE চালু করা হয়। ২০১৭-১৮ সেশনে আসন সংখ্যা ২০ টি বৃদ্ধি করে ৫০ টি করা হবে। এছাড়া কয়েকটি প্রাইভেট ভার্সিটিতেও SWE এর কোর্স অফার করা হয়।। ২০১৭-১৮ সেশনে নো.বি.প্র.বি তে ৩০ টি আসন নিয়ে প্রথমবারের মত SWE চালু করা হবে। এছাড়া IUT তে এইবার SWE চালু করা হচ্ছে। Badrudduza Ahmed Fahim Dept. Of Software Engineering. SUST.

10/29/2017By Badrudduza Ahmed Fahim
Read more